চট্টগ্রামে বোয়ালখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোয় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।
তিনি বলেন, বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে কানুনগোপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় ৪ জন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি জানান, ওই ব্যবসায়ীরা তালিকা পিঁয়াজের মূল্য ১০০ টাকা লিখলেও ক্রেতাদের কাছ থেকে দাম নিচ্ছিলেন ১১০-১১৫ টাকা। এছাড়া ডিমেরও বাড়তি দাম নেওয়া হচ্ছিল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতায় ছিলেন বোয়ালখালী থানা পুলিশ।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

