ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও আলোচনায় এসেছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে। ফেসবুকে বেশ সক্রিয় মাহি বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও শেয়ার করেন, যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।
বর্তমানে মাহি আমেরিকায় অবস্থান করছেন। তবে সেখানেই থাকলেও তার মন এবং “রূহ” যেন পাশের দেশ ভারতে লেগে আছে। সম্প্রতি মাহির ফেসবুকে শেয়ার করা একটি ছবি পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে।
পোস্টে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মাহি। ছবিতে তাকে দেখা গেছে ফুরফুরে মেজাজে, পরনে স্টাইলিশ লং সুট, চোখে কালো রোদচশমা। যদিও ছবিগুলি আমেরিকার রাস্তায় তোলা, তবে ক্যাপশনই প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে।
মাহি লিখেছেন, “আমার রূহ ইন্ডিয়ায়, আর আমি আমেরিকায়।”
ভক্তরা ক্যাপশনটি নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। হঠাৎ তার রূহ কেন ভারতে রয়েছে, তা নিয়ে নেটপাড়ায় জল্পনা চলছে। এক ভক্ত মন্তব্য করেছেন, “আর ইন্ডিয়া এবং আমেরিকার মাঝখানে আমরা আছি, সবাই বাংলাদেশে।”
অন্য একজন লিখেছেন, “শুভ কামনা রইলো,” সঙ্গে ভালোবাসার ইমোজি যোগ করে।
মাহির এই পোস্ট যেন তার ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে, এবং নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী প্রকাশনার জন্য।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

