স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক সাঈফ মিজান স্মৃতি সভা কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেন, ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক গাজী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ। সভায় জাতীয় শোক দিবস কিভাবে যথাযথ মর্যাদার সাথে পালন করা হবে এ বিষয় আলোচনা করা হয়।
একুশে সংবাদ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

