পিরোজপুর জেলার কাউখালীতে গাঁজাসহ এক ঔষধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
কাউখালী থানা পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে উপজেলা সদরের কচুয়াকাটি বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দাসেরকাঠি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ঔষধ ব্যবসায়ী রাসেল হাওলাদারকে (২৫) ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এসময় রাসেলের সহযোগী উঝিয়ালখান গ্রামের সাহেব আলী ছেলে সাব্বির হোসেনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। সাব্বির পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কাউখালী থানায় বুধবার (১৭ জুলাই) একটি মামলা হয়েছে। কাউখালী থানার এসআই মোঃ সানি জানান, আসামিদের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা হয়েছে এবং পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা গডফাদারদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
একুশে সংবাদ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

