‘‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শনিবার (০৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্তর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অফিসে (সভাকক্ষ) গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র`র সভাপতিত্বে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. মোরশেদা খাতুন। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা।
এ-সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, সোনালী ব্যাংক গোয়ালন্দ বাজার শাখার ম্যানেজার আব্দুর রহিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সারা দেশের ন্যায় গোয়ালন্দেও ভুমি সেবা সপ্তাহ পালন করা হয়েছ। এই সেবা সপ্তাহে সাধারণ লোকজনের জন্য সকল ধরনের কাজ সহজ করে দেওয়া হবে।
উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি বলেন, সাধারণ মানুষ যেনো সেবা পেতে হয়রানি শিকার না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
একুশে সংবাদ/বিএইচ