AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টির কারণে সবজির দাম চড়া, কাঁচামরিচের কেজি ৪০০


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১০ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

বৃষ্টির কারণে সবজির দাম চড়া, কাঁচামরিচের কেজি ৪০০

গত দুদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। মাছ, মাংস ও মুরগির দাম আগের মতোই থাকলেও সব ধরনের সবজির দাম আরও বেড়েছে। কয়েক মাস ধরেই সবজি বেশি দামে বিক্রি হচ্ছিল, তার সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির অজুহাত।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম আগের তুলনায় কেজিতে ১০–২০ টাকা পর্যন্ত বেড়েছে।

ঢেঁড়স কেজি ৭০–৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা–চিচিঙ্গা–ধন্দুল কেজিতে ৮০ টাকা, পটল ৭০ টাকা, শসা ৮০ টাকা, জালি লাউ প্রতি পিস ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া করলা ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, শিম ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা হালি ৪০ টাকা, কাঁচামরিচ ৪০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা ও কচুর মুখি কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মুরগি ও মাংসের দামে তেমন পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৬০০–৬৫০ টাকা। গরুর মাংস কেজি ৭৮০–৮০০ টাকায় এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

রামপুরা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী শিহাবুল ইসলাম বলেন, “তিন মাস ধরে সবজির দাম বেশি। আজ আবার বৃষ্টির কারণ দেখিয়ে দাম আরও বাড়ানো হয়েছে। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই, বিক্রেতারা ইচ্ছেমতো দাম নেয়। এতে সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়ছে।”

মালিবাগ বাজারের ক্রেতা রাজু আহমেদ জানান, “সবজির দাম এতদিন ধরেই বেশি, এখন আবার বৃষ্টির দোহাই দিয়ে আরও বাড়ানো হলো। অথচ বাজার মনিটরিং চোখেই পড়ে না।”

অন্যদিকে শান্তিনগর বাজারের সবজি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বলেন, “বৃষ্টির কারণে সরবরাহ কমেছে, পাশাপাশি অনেক সবজির মৌসুমও শেষ। ফলে দাম বেড়েছে। যদি বৃষ্টি চলতে থাকে, তাহলে দাম আরও বাড়তে পারে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!