শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
রবিবার (১২ মে) সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়।
পরে উপজেলা সম্মেলনে কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, মায়েরা সহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ