AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছারছীনা দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৮:১৫ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৫

ছারছীনা দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল

পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আনন্দ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচিতে ছারছীনা আলিয়া মাদ্রাসা, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়া মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেছারাবাদ উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয়রা অংশ নেন।

আনন্দ মিছিলটি ছারছীনা দরবার শরীফ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা নানা ভাষায় হামদ, না’ত, ক্বাসিদা পরিবেশন ও স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করেন। বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মধ্য দিয়ে মিছিলকে সৌন্দর্যমণ্ডিত করা হয়।

পরে দরবার শরীফ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন—

ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. রুহুল আমিন ছালেহী,ছারছীনা দীনিয়া মাদ্রাসার মুদীর মাওলানা মো. মাহমুদুম মুনির হামীম,নায়েবে মুদীর মাওলানা মো. সফিউল্লাহ আল মামুন,সহকারী অধ্যাপক মাওলানা মো. নজরুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা মো. বোরহান উদ্দিন ছালেহী ও ক্বারী মাওলানা মো. বেলায়েত হোসেন।

আলোচনা সভার আগে ছাত্রদের অংশগ্রহণে পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় শাখার উদ্যোগে ১২ দিনব্যাপী বিষয়ভিত্তিক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে হামদ-না’ত, রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনীভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে।

 

একুশে সংবাদ/পি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!