চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আন্দুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকাজুড়ে রাত ১০টা থেকে পরদিন বিকেল ৩টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ সময়ে নির্দিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ, গণজমায়েত ও অস্ত্র বহনসহ পাঁচজনের বেশি মানুষের একত্রিত হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় শনিবার সকালে, যখন হাটহাজারী মাদ্রাসার সামনে এক যুবক অবমাননাকর অঙ্গভঙ্গি করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। বিকেল থেকে মাদ্রাসাশিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভে নামে, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং একটি বাস ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফটিকছড়ি থেকে আরিয়ান ইব্রাহিম নামে ওই যুবককে আটক করে। আটককৃত যুবক পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পরে ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন। তবে রাতের দিকে মাদ্রাসাশিক্ষার্থী ও সুন্নি মতাদর্শের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, এতে কয়েকজন আহত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে