AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বৈরাচার ঠেকাতে পিয়ার পদ্ধতির বিকল্প নেই: মুফতি রেজাউল করীম


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
০৯:০৭ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৫

স্বৈরাচার ঠেকাতে পিয়ার পদ্ধতির বিকল্প নেই: মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পিরসাহেব চরমোনাই) বলেছেন, “স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্যই পিয়ার পদ্ধতির বিকল্প নেই।”

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ উত্তর বাজার শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে গণসমাবেশের প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে—এই পরিস্থিতিতে জানের ঝুঁকি নিয়ে আমাদের লোকজনকে মাঠে নামাবো কি না, সেটিও আমরা পর্যবেক্ষণ করছি।”

পরে বিকেল ৫টায় গণসমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি রেজাউল করীম।

ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবু বকরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন—শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করীম, বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মদ বাসির উদ্দিন হৃদয়, শেরপুর জেলা মুজাহিদ কমিটির নেতৃবৃন্দসহ অনেকে।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!