কয়েক দিনের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল রাজধানীবাসী। দিনে তীব্র তাপ আর রাতে অল্পস্বল্প স্বস্তির পর অবশেষে কমতে শুরু করেছে তাপমাত্রা।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দেওয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
ভোর থেকেই রাজধানীর একাধিক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৩ শতাংশ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সূর্য আজ অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে, আর আগামীকাল সোমবার ভোর ৫টা ৪২ মিনিটে সূর্যোদয় হবে।
একুশে সংবাদ/স.ট/এ.জে