ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২১ এপ্রিল চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ মনোনয়নপত্র দাখিলের এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, গৌরীপুরে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সোমনাথ সাহা, উপজেলা যুবলীগের সভাপতি সালাউল হক, সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাশার।
ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা হারুন উর রশিদ পবিত্র, জাতীয় পার্টির নেতা জহিরুল হুদা লিটন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল-২ মেয়র দিলুয়ারা দিলু, ছাত্রলীগ নেত্রী পরশমনি, নিলুফার ইয়াসমিন, তাসলিমা আক্তার কলি, মহিলালীগ নেত্রী নুরজাহান আক্তার, ফেরদৌসী নাসরিন।
মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, মনোনয়নপত্র আপিল ২৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ এপ্রিল, প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ২১ মে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
একুশের সংবাদ/এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

