লালমনিরহাটের আদিতমারীতে শীত নিবারনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়া গৃহবধূ সাজেদা বেগম (৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত সাজেদা বেগম উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোর এলাকার নুর ইসলামের স্ত্রী।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাজেদা। এর আগে ২২ জানুয়ারি রাতে অগ্নিদগ্ধ হয় সে।
নিহতের স্বজনরা জানায় শীত নিবারনের জন্য আগুন পোহাতে থাকা গৃহবধূ সাজেদা আগুনে দ্বন্ধ হয়। পরে তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। স্বজনরা রংপুরে ভর্তি করায়। এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাজেদা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সহকারী অধ্যাপক ডাঃ শাহীন শাহ বলেন, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সাজেদার শরিরের ৫০-৫৫ ভাগ পুড়ে গেছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসাধীন থাকাকালীন রাশেদার মৃত্যু হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

