বাগেরহাটের মোরেলগঞ্জে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে পুটিখালি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিমেল তালুকদার (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে তাকে ইউনিয়নের ভাটখালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আটক হিমেল তালুকদার পুটিখালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের টিটু তালুকদারের সন্তান।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, হিমেল তালুকদার বিকেলে ভাটখালী গ্রামের কয়েকটি বাড়িতে গিয়ে ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিল। এ সময় স্হানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন,আটক হিমেল তালুকদারের নামে মোরেলগঞ্জ থানায় পুর্বের নাশকতা মামলা রয়েছে,বিকেলে তিনি ভোট বর্জনের লিফলেট বিতরন করছিল এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
একুশে সংবাদ/ফা.হ.প্র/জাহা