AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৮ বছর অতিক্রম করায় ভৈরবের ২৭ কিশোরী পেলেন সম্মাননা



১৮ বছর অতিক্রম করায় ভৈরবের ২৭ কিশোরী পেলেন সম্মাননা

ভৈরব উপজেলার ২৭ কিশোরী ১৮ বছর অতিক্রম করায় সম্মাননা পেয়েছেন। রবিবার বেলা ১টায় ভৈরব উপজেলা মিলনায়তনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) আয়োজিত স্বপ্ন সারথি সদস্যদের গ্র্যাজুয়েশন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন তার বক্তব্যে বলেন, “আমার চোখের সামনে ২৭ জন কিশোরীর ১৮ বছর অতিক্রম করতে দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দেশে ১৮ বছরের আগে মেয়েদের বিবাহ সামাজিক ও শারীরিক কারণে অনুচিত। তাই সরকার ১৮ বছরের পর মেয়েদের বিবাহের বিধান করেছে। পরিবারের অভিভাবক ও সমাজকেও এই বিষয়ে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, ব্র্যাকের স্বপ্ন সারথি কার্যক্রম বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া তিনি ব্র্যাকের সকল প্রোগ্রামের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসনিম। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন ব্র্যাক কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক সাফরিনা জান্নাত। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক সেল্প কর্মসূচির ডেপুটি ম্যানেজার মো. মুজিবুর রহমান, সেল্প কর্মসূচির অফিসার তাসলিমা বেগম ও ব্র্যাক মাইগ্রেশন সার্পোর্ট সেন্টার ইনচার্জ রাজীবুল হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন ২৭ জন কিশোরীর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!