কালীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকার কাপাসিয়া মোড় ও কালীগঞ্জ বাজারে দুটি বেকারি ও ঔষধ ফার্মেসীতে পৃথকভাবে অভিযান চালানো হয়েছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই-এর দ্বারা। অভিযান পরিচালনা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা এবং বিএসটিআই আইন ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী।
রোববার (৫ অক্টোবর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে ২৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া পৃথক দুই মামলায় দুই জনকে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯-এর ১০৮ ধারার অপরাধে, ১০৯ ধারা ও ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩-এর ৩১(১) ধারায় ৩ হাজার টাকা, এবং বিএসটিআই আইন ২০১৮-এর ২৭ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জরিমানা ভুক্তরা হলেন: দড়িসোম এলাকার মো. বাচ্চুর পুত্র হারিজুল মিয়া (৪০) – ২৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড, একই এলাকার হাবিবুল্লাহর পুত্র মো. আশরাফুল (৪০) – ৩ হাজার টাকা জরিমানা, বাঙ্গালহাওলা এলাকার সেকান্দর আলির পুত্র মো. মোশারফ হোসেন – ৩০ হাজার টাকা জরিমানা, মোট জরিমানা বাবদ অর্থসংখ্যা দাঁড়ালো ৫৮ হাজার টাকা ।
ভ্রাম্যমান আদালতের কার্যক্রমে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন বিএসটিআই-এর ফিল্ড অফিসার সি.এম. অর্নব চক্রবর্তী, বেঞ্চ সহকারী মোঃ আলামিন ভ‚ইয়া, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে