AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে ২ আরসা সদস্য নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০১:২৩ পিএম, ৯ অক্টোবর, ২০২৩

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে ২ আরসা সদস্য নিহত

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় ও বালুরমাঠ ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে রাখাইনের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির (আরসা) দুই সদস্য নিহত হয়েছেন।

সোমবার ভোররাতে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালংয়ের বালুর মাঠ ক্যাম্পের সাকিবুল হাসান ওরফে সানাউল্লাহ (৩৩) ও ইরানি পাহাড় ক্যাম্পের আহমেদ হোসেন (৩৬। তাঁরা দুজনই আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির সক্রিয় সদস্য বলে দাবি আইশৃঙ্খলা বাহিনীর।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, সোমবার ভোররাতে উখিয়ার ইরানি পাহাড় ও বালুর মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজন আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির সদস্যদের ওপর গুলিবর্ষণ করে। এতে দুই সানাউল্লাহ ও আহমেদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মোহাম্মদ ইকবাল আরও জানান, মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত কয়েক মাস ধরে রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। তাদের সঙ্গেই সংঘর্ষ প্রাণ গেছে অর্ধশতাধিক আরসা সদস্যে। এবারও তাদের হামলায় এ দুজনের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!