মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ।
মঙ্গলবার (৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ (ডিসি)।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী ইকবাল হোসেন শিপলুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মো: ফখর উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও যুবলীগ নেতা অটল কৃষান সিং সিবেন প্রমুখ।
একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা