সিরাজগঞ্জের কামারখন্দে লিটন তালুকদার নামের এক ভুয়া পশু চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছেন।
সোমবার (১২জুন) দুপুর ১২ টায় উপজেলার চালা শাহবাজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়। লিটন তালুকদার উপজেলার চালা শাহবাজপুর গ্রামের মৃত আঃ মজিদ তালুকদারের ছেলে।
কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন বলেন, নিপা ফার্মেসির মালিক লিটন তালুকদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন পশু চিকিৎসার জন্য ভেটেরিনারির নিবন্ধন ব্যতিত কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না অথচ তিনি উপজেলার বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে ডাক্তার নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছিলেন এজন্য তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া ফার্মেসিতে থাকা অ্যান্টিবায়োটিকগুলো জব্দ করা হয়েছে এবং তাকে সর্তক করা হয়েছে।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাথে ছিলেন, কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ফরহাদ হোসেন চৌধুরী।
একুশে সংবাদ.কম/আ.ই/বিএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

