রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় তৈরির একটি কারখানা শনাক্ত করেছে র্যাব-৫ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ নভেম্বর) সকালে যৌথভাবে পরিচালিত এ অভিযানে কারখানায় চিনি, রং, চুন ও হাইড্রোজ মিশিয়ে খেজুরের গুড় প্রস্তুত করতে দেখা যায়।
কারখানার মালিক মোছা. লাকি স্বীকার করেন, তারা কোনো খেজুরের রস ব্যবহার করেন না। সম্পূর্ণ চিনি থেকে তৈরি এ গুড় গোপালপুর, লালপুরসহ বিভিন্ন মোকামে সরবরাহ করা হয়। অভিযানের খবর পেয়ে তার স্বামী পালিয়ে যান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইবরাহিম হোসেন জানান, গোপন অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গুড়ে চিনির পরিমাণ বেশি পাওয়া গেছে এবং রসের কোনো অস্তিত্ব মেলেনি। এ ঘটনায় কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ভোক্তাদের সুরক্ষায় সচেতনতামূলক পদক্ষেপ ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরির তথ্য পাওয়া যাচ্ছিল। এসব পণ্যকে খেজুর ও আখের গুড় হিসেবে বাজারে বিক্রি করে মানুষকে ঝুঁকিতে ফেলা হচ্ছিল। ভেজাল প্রতিরোধে র্যাবের নজরদারি ও অভিযান কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

