রাজধানী ঢাকায় প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন।
রাজউক চেয়ারম্যান বলেন, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে হলে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা জরুরি। এ বিষয়ে সরকারের সমন্বয় উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
ভবন নির্মাণের অনুমোদন প্রসঙ্গে রিয়াজুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনেই রাজউক অনুমোদন দেয়। “রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না,” মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রাজউক কোনো ভবনের নকশা প্রস্তুত করে না। বাড়ির মালিকরাই প্রকৌশলী বা স্থপতির মাধ্যমে নকশা তৈরি করে রাজউকে অনুমোদনের জন্য জমা দেন— শর্ত থাকে যে নকশাটি রাজউকের নিয়ম মেনে করা হবে। পরবর্তীতে তারা সেই নিয়ম না মানলে জরিমানা বা শাস্তি মালিকদেরই দেয়া উচিত; এর দায়ভার রাজউকের নয়।
রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

