রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বটতলা এলাকায় দুর্যোগ ও ত্রাণ অধিদফতরের সামনে সড়কে বৈশাখী পরিবহনের ওই বাসে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনটি বাসের পেছন দিক থেকে ছড়িয়ে পড়ে। এটি নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি—তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে আসেন। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের ভেতরের সিট ও ইঞ্জিন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক যাত্রী জানালা ভেঙে বের হয়ে আসেন।
পরে স্থানীয়রা পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

