AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে পূর্ব শত্রুতা ও নদীতে গোসলকে কেন্দ্র করে হামলা: আহত ৩৫


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৬:০৫ পিএম, ২৪ নভেম্বর, ২০২৫

ফরিদপুরে পূর্ব শত্রুতা ও নদীতে গোসলকে কেন্দ্র করে হামলা: আহত ৩৫

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতা এবং নদীতে গোসলের ঘটনা কেন্দ্র করে তেলজুড়ী বাজার ও পরমেশ্বরদী গ্রামের বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়, এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের মধ্যে ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গত ১৬ নভেম্বর পরমেশ্বরদী ইউনিয়নের চরপাড়া গ্রামের দুই শিশু—রাকিব শেখের ছেলে রাজ (৭) ও হারুন শেখের ছেলে রহমত (১০)—নদীতে গোসলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২২ নভেম্বর রাতে শালিশ বসানো হলেও হারুন শেখ তা মেনে নেননি। এর জের ধরে সোমবার সকালে সালথার খারদিয়া ও পরমেশ্বরদীর কিছু বাসিন্দারা তেলজুড়ী বাজার ও পরমেশ্বরদী পশ্চিমপাড়া এলাকায় অতর্কিত হামলা চালায়।

হামলায় মারাত্মক আহতদের মধ্যে রয়েছেন—দৈবকনন্দপুরের আফতাব (৪২), দূর্গাপুর চকপাড়ার নাদেন (২৪), সবজি ব্যবসায়ী রেজাউল (৫০), বাজিতপুরের বিপ্লব (৩৫), তেলজুড়ীর ওহিদ (৪০), ইউনুস (৫০) এবং দূর্গাপুর গ্রামের লিপটন শিকদার (৩৫)। স্থানীয়রা জানান, হামলায় অন্তত ১৮টি ঘরবাড়ি এবং তেলজুড়ী বাজারের পাঁচটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

দূর্গাপুর গ্রামের ইলিয়াস মোল্লা বলেন, “সালথার খারদিয়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক মানুষ গুরুতর আহত হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।” শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ জানান, খারদিয়ার মুশফিক বিল্লাহ জিহাদ ও তার মামা ইলিয়াস কাজীর নেতৃত্বে এক হাজারেরও বেশি লোক হামলায় অংশ নেয়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী–বোয়ালমারী সার্কেল) আজম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নদীতে গোসলের সময় দুই শিশুর মারামারির কারণে সংঘর্ষের সূত্রপাত। পার্শ্ববর্তী সালথা থেকে লোকজন এসে হামলা চালিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” তিনি আরও জানান, ভিডিও ফুটেজের মাধ্যমে দোষীদের শনাক্ত করা হবে এবং এ ঘটনায় মামলা হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!