AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তরায় নজর বিডির ২য় বর্ষপূর্তি উদযাপন: সত্যনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত


Ekushey Sangbad
সুমাইয়া নূর প্রভা ,স্টাফ রিপোর্টার
০৭:১৭ পিএম, ২২ নভেম্বর, ২০২৫

উত্তরায় নজর বিডির ২য় বর্ষপূর্তি উদযাপন: সত্যনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে শনিবার (২২ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নজর বিডি.কম-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

প্রধান অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “সাংবাদিক সমাজ দেশের দর্পণ। সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজকে সঠিক পথে পরিচালিত করা যায়।” তিনি নজর বিডি-এর অগ্রযাত্রা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “বেতন কাঠামো নির্ধারণে নবম ওয়েজবোর্ড সরকারের সঙ্গে আলোচনা করছে। সাংবাদিকদের বেতন নীতিমালা অনুযায়ী প্রণয়ন করতে হবে। বেতন কাঠামো ছাড়া কোনো গণমাধ্যম চলতে দেওয়া হবে না।”

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন প্রধান বক্তা হিসেবে বলেন, “দায়িত্বশীল গণমাধ্যম জাতির সামনে সঠিক তথ্য তুলে ধরে পথ দেখায়। সাংবাদিকদের কলম সমাজ পরিবর্তনের বড় শক্তি।” দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নজর বিডি.কম-এর সম্পাদকীয় নীতি, সংবাদ পরিবেশনের মান ও ধারাবাহিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, “একটি অনলাইন গণমাধ্যম যখন বিশ্বাসযোগ্যতা অর্জন করে, তখন পাঠকের আস্থা বৃদ্ধি পায়।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজর বিডি.কম-এর সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম। তিনি বলেন, “দ্বিতীয় বর্ষপূর্তির এই যাত্রা আমাদের জন্য একটি মাইলফলক। পাঠক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনেই নজর বিডি আজকের অবস্থানে এসেছে। আমরা সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, দেওয়ানপাড়া কল্যাণ পরিষদের সভাপতি দেওয়ান মোঃ নাজিম উদ্দিন, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন আনু, উত্তরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক খান মাকসুদেল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক বিডি দিনকালের সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান বাবলু, দৈনিক ইনকিলাবের উত্তরা প্রতিনিধি মো. মাসুদ পারভেজ, উত্তরা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, লেখক ও কবি জাবেদ আল মামুন, উত্তরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাকিবুল হাসান, ইব্রাহিম ফুসোসহ আরও গণ্যমান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্দি আলাউদ্দিন।

বর্ণিল কেককাটা, শুভেচ্ছাবক্তব্য ও আলোচনা অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে শেষ হয় নজর বিডি.কম-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - রাজধানী

Link copied!