AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিগত চারটি নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি — সেলিমুজ্জামান সেলিম



বিগত চারটি নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি — সেলিমুজ্জামান সেলিম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত দিনে একটি সরকার ছিল, যার আমলে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার আগে মঈন উদ্দিন–ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় আরেকটি নির্বাচন হয়েছিল।

তিনি বলেন, “আপনারা যারা এখানে আছেন, আমার মনে হয় এই চারটি নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে গেলেও নিজের ভোটটি দিতে পেরেছিলেন কি না—সে বিষয়ে আমার সন্দেহ রয়েছে।”

শনিবার বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া হাই স্কুল মাঠে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে. এম. বাবরের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে কাশিয়ানীর সাত ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক ভোটার মিছিল নিয়ে যোগ দেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, “এ দেশে আর সেই পুরোনো দিনের ‘আমি ডামির নির্বাচন’, দিনের ভোট রাতে বা ১৫৩টি আসনে বিনা ভোটে নির্বাচিত—এ ধরনের নির্বাচন আর হবে না। আজ আপনাদের কাছে সময় এসেছে, সুযোগ এসেছে জাতীয়তাবাদী শক্তিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেওয়ার। দেশ গঠনের সুযোগ এসেছে, আবার স্বনির্ভর বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ধানের শীষে ভোট দিন।”

গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা যদি ডা. কে. এম. বাবরকে নির্বাচিত করেন এবং গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর–কাশিয়ানীর একাংশ) থেকে আমাকে সহযোগিতা করেন, আমি যদি নির্বাচিত হই তাহলে রামদিয়াকে উপজেলা ঘোষণা করা হবে।”

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, অ্যাড. এম. এ. আলম সেলিম, এম. তৌফিকুল ইসলাম, এস. এম. জিয়াউল কবীর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান বাপ্পী, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ, জেলা শ্রমিকদলের সদস্য সচিব আব্দুল্লাহ শেখ, গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!