আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন, “কোনোভাবেই আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে বিএনপির শাসনামলের তুলনা করা যায় না। কারণ, অতীতে বিএনপি কখনো আওয়ামী লীগের ধারায় দেশ শাসন করেনি; আগামীতেও বিএনপি কখনও আওয়ামী লীগ হবে না।”
সোমবার (৩ নভেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে স্থানীয় বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্ত, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, সাংবাদিক বদরুদ্দোজ্জা বুলু, “আমাদের নূরুল হুদা টিম”-এর সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু বলেন, “বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আমরা জনগণের পাশে থেকে কাজ করছি। পার্বতীপুর ও ফুলবাড়ী অঞ্চলের বড় সমস্যা এখন তরুণদের মাদকাশক্তি। জীবনবিনাশী এই প্রবণতা থেকে তাদের মুক্ত করতে হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। এজন্য এ এলাকায় কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “পার্বতীপুর ও ফুলবাড়ী বাসীর যেকোনো সমস্যা ও সংকটে আমি সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই।”
নূরুল হুদা বাবু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি বিএনপির সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর সফরসঙ্গীরা জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

