পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে একই কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সুশীল চন্দ্র সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। গত ১৬ অক্টোবর তিনি অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজে অধ্যক্ষের স্থায়ী পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমেই কলেজের প্রশাসনিক দায়িত্ব পালন করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

