AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা শেরপুর, শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম



ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা শেরপুর, শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম

ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে “শ্রেষ্ঠ জেলা” ও “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে পুরস্কার অর্জন করেছেন শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে সেপ্টেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রেঞ্জভুক্ত জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে কর্মমূল্যায়ন করা হয়। এ মূল্যায়নে শেরপুর জেলা ‘শ্রেষ্ঠ জেলা’ এবং পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হন।

পরে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ রেঞ্জভুক্ত জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

রেঞ্জ ডিআইজির এ সম্মাননা শেরপুর জেলা পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনসেবায় আরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!