AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুম্মার নামাজ পড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:১১ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

জুম্মার নামাজ পড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক (৩৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে নাচোল–আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মুসাব্বির উপজেলার মাক্তাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, খালিদ মুসাব্বির মোটরসাইকেলে করে হাটবাকইল এলাকায় জুম্মার নামাজে ইমামতি করতে যাচ্ছিলেন। পথে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে ওসি জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!