আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে আজ ৫ আগস্ট পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠান।
সকাল থেকেই সেখানে সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। টানা বৃষ্টি অনুষ্ঠান চলায় কিছুটা বিঘ্ন ঘটালেও, আগতদের উপস্থিতিতে ভাটা পড়েনি। অনেকেই ছাতা বা গাছের নিচে আশ্রয় নিয়ে অনুষ্ঠান উপভোগ করছেন, কেউবা সরাসরি বৃষ্টিতে ভিজেই অংশ নিচ্ছেন আয়োজনে।
এমনই একজন অংশগ্রহণকারী কবির বলেন, “বৃষ্টিতে ভিজে জ্বর এলে আসবে। কিন্তু আজকের অনুষ্ঠান গোটা জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন। এতদিনে আমাদের সেই কাঙ্ক্ষিত ঘোষণাপত্র পাঠ হচ্ছে—এটাই বড় প্রাপ্তি।”
একুশে সংবাদ/এ.জে