প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন `যমুনা` ও এর আশপাশে যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত বা রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, ৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের সংলগ্ন এলাকা, যমুনা বাসভবন এবং এর চারপাশ—যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকায়—যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, অবস্থান, মানববন্ধন বা শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি কার্যকর থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে।
এর আগে বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের সময়ও যমুনা বাসভবনের সামনে সমাবেশ না করার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিল ডিএমপি। তারপরও সোমবার (৭ জুলাই) চাকরিচ্যুত বিজিবি সদস্যরা তিন দফা দাবিতে যমুনার সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
সর্বশেষ এই নিষেধাজ্ঞার মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যমুনা এবং সংলগ্ন এলাকাগুলোতে যেকোনো ধরনের গণজমায়েত সাময়িকভাবে নিষিদ্ধ।
একুশে সংবাদ/আ.ট/এ.জে