ঐতিহাসিক ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি মানুষের অগাধ বিশ্বাস ও ভালোবাসা রয়েছে।
তাঁরা বলেন, জাতির সংকট উত্তরণে শুধু পঁচাত্তরের ৭ নভেম্বর নয়, মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি সময়ে এই পরিবারই মানুষের আস্থা ও ভরসার প্রতীক ছিল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
পরিষদের আহ্বায়ক মনজুর আলম মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ মন্নানের সঞ্চালনায় গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আলহাজ আনোয়ার হোসাইন চৌধুরী, মাহমুদুল হক মেম্বার, ইউচুপ নবী, পল্টু বড়ুয়া, মো. হাসান চৌধুরী চেয়ারম্যান, ছৈয়দ হোসেন কন্ট্রাক্টর, নুরুল আলম মমতাজ ও মিজানুর রহমান অভি প্রমুখ।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দুর্বৃত্তদের গুলিতে আহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহর সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

