দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনে থাকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তারা জানিয়েছেন, অবস্থান কর্মসূচির পাশাপাশি ক্লাস বর্জন কর্মসূচিও অব্যাহত থাকবে।
রবিবার (৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্লেখ করা হয়।
তবে শিক্ষকরা শহীদ মিনারে ফিরে আসার পর, পরিষদের আরেক আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি নতুন ঘোষণা দেন—“অবস্থান কর্মসূচির পাশাপাশি কর্মবিরতিও চলবে।”
শিক্ষক নেতা মুহিব উল্লাহ জানান, মাঠ পর্যায়ের শিক্ষকদের চাপ ও ক্ষোভের কারণেই নেতারা পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
এরপর রাতেই খায়রুন নাহার লিপি, শাহিনুর আলআমিন, আবুল কাশেম, আনিসুর রহমান, মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ ও মাহবুবুর রহমান চঞ্চলের স্বাক্ষরে এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়—“কর্মবিরতি ও লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে।”
বিবৃতিতে আরও জানানো হয়, সোমবার বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে শিক্ষক নেতাদের ‘চূড়ান্ত বৈঠক’ অনুষ্ঠিত হবে।
এর আগে রোববার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষকরা দশম গ্রেডে বেতন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা—এই তিন দাবি তুলে ধরেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

