পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইমামবাড়া ও আশপাশের এলাকা ঘিরে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
রোববার (৬ জুলাই) সকালে现场 ঘুরে দেখা গেছে, শিয়া সম্প্রদায়ের অনুসারীরা তাজিয়া মিছিলে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সোয়াত ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
হোসেনি দালানের চারপাশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে মূল সড়কে ব্যারিকেড বসানো হয়েছে। প্রবেশদ্বারে রাখা হয়েছে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর, যার মাধ্যমে আগতদের তল্লাশি করা হচ্ছে। সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও নজরদারিতে রয়েছেন।
ইমামবাড়ার ভেতরেও জরুরি পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিসের একটি গাড়ি ও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে, যাতে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো যায়।
প্রসঙ্গত, মহররমের ১০ তারিখ মুসলিম বিশ্বে আশুরা হিসেবে পালিত হয়। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে দিনটিকে শোকের প্রতীক হিসেবে গ্রহণ করেন শিয়া মুসলমানরা। হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)-এর শাহাদতের স্মরণে প্রতিবছর তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/জা.নি/এ.জে