রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে স্টেডিয়ামের পাশে আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। গুলিতে গুরুতর আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)।
আহত মাহমুদুল ইসলাম জানিয়েছেন, তিনি মিরপুর ১০ নম্বর গোল চত্বরে তার অফিসে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তার গতিরোধ করে টাকা দাবি করে। তিনি বাধা দিলে একজন তার কোমরের বাম পাশে গুলি করে। এরপর তারা তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা তাকে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, “আমরা ঘটনা শুনেই মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ছিনতাইকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা ছিনিয়ে নিয়েছে। আহতের স্বজনদের বরাতে ২২ লাখ টাকা লুটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তদন্ত ও অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এ ঘটনায় মিরপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় থানা পুলিশ।
একুশে সংবাদ/চ.ট/এ.জে