নতুন গ্যাস পাইপলাইনের সংযোগ (টাই-ইন) কাজের জন্য আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস জানিয়েছে, দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত (মোট ৭ ঘণ্টা) মিরপুর-১৪ এর প্রিন্স বাজার সংলগ্ন এলাকায় নবনির্মিত গ্যাস লাইনের কাজ চলবে। এই সময়ে শতাব্দি সিএনজি স্টেশন ও এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালি ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া এবং আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
একুশে সংবাদ// চ.ট//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

