AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের পর চড়া সবজির বাজার, মুরগির দামেও ঊর্ধ্বগতি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫১ এএম, ২ মে, ২০২৫

ঈদের পর চড়া সবজির বাজার, মুরগির দামেও ঊর্ধ্বগতি

ঈদের পর থেকেই রাজধানীসহ আশপাশের বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। চলতি সপ্তাহে বাজারে সবচেয়ে বেশি বেড়েছে পেঁপে ও ধনেপাতার দাম। পাশাপাশি মুরগির বাজারও চড়া হয়ে উঠেছে, যা ভোক্তাদের বাড়তি ভোগান্তিতে ফেলেছে।

শুক্রবার (২ মে) কেরানীগঞ্জের আগানগর, নয়াবাজার ও কারওয়ানবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত না হওয়ায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন দাম বাড়িয়ে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে।

সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁকরোল (১০০ টাকা), সজনে ডাটা (১০০-১২০ টাকা), ধনেপাতা (২০০ টাকা), পেঁপে (৭০ টাকা) ও বেগুন (৭০-৮০ টাকা)। করলা, বরবটি, লতি, ঝিঙে, ঢ্যাঁড়শ, কহি ও শসার দামও ৫০-৭০ টাকার মধ্যে ঘুরছে।

কারওয়ানবাজারের সবজি বিক্রেতারা জানান, মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে উৎপাদন কম হয়েছে। অন্যদিকে, গত মাসের শেষ দিকে বৃষ্টি ধনেপাতা ও মরিচের পচন ঘটায় সরবরাহ আরও কমেছে। এতে কাঁচা মরিচের দামও উঠে গেছে ৮০-১০০ টাকা কেজিতে।

বাজারে মুরগির দামে বড় পরিবর্তন দেখা গেছে। ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়, যা সপ্তাহের ব্যবধানে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সোনালি মুরগি ২৫০-২৭০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০-৬৮০ টাকায়।

তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের বাজার। গরুর মাংস কেজি প্রতি ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা এবং ছাগলের মাংস ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ডিমের দামেও কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বর্তমানে প্রতি ডজন লাল ডিম ১২০-১৩০ টাকা, সাদা ডিম ১১৫-১২০ টাকা, হাঁসের ডিম ১৮০-২০০ টাকা এবং দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

একইভাবে, পহেলা বৈশাখ থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজও। দেশি পেঁয়াজের দাম এখন ৬০-৬৫ টাকা প্রতি কেজি, যা নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে সামনে আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তবে কিছুটা স্বস্তি দিচ্ছে আলু, আদা ও রসুনের বাজার। আলু এখনো ২০-২২ টাকায় বিক্রি হচ্ছে, আদা ১২০ টাকা এবং দেশি-আমদানি করা রসুন বিক্রি হচ্ছে যথাক্রমে ৮০-১০০ টাকা ও ১৮০-২২০ টাকা কেজি দরে।

মাছের বাজারে বড় কোনো পরিবর্তন নেই। রুই, কাতল, শিং, মাগুর, তেলাপিয়া, পাঙাশ ও ইলিশের দাম স্থিতিশীল থাকলেও বড় সাইজের ইলিশের দাম ২০০০ থেকে ২৫০০ টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে।

সবমিলিয়ে, গরমের শুরুতে বাজারের লাগামছাড়া এই দাম নিয়ে ক্রেতারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

 

একুশে সংবাদ// স.ট//এ.জে

Shwapno
Link copied!