গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
রোববার (৪ মে) রাত ১০টার দিকে বাংলামোটরের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ। শতাধিক নেতাকর্মী ‘দোষীদের গ্রেপ্তার করো’, ‘হাসনাতের হামলাকারীদের বিচার চাই’—এমন নানা স্লোগানে মিছিলটি শাহবাগের দিকে অগ্রসর হয়।
দলীয় সূত্রে জানা গেছে, মিছিলটি শাহবাগ হয়ে টিএসসির রাজু ভাস্কর্য পর্যন্ত গিয়ে শেষ হতে পারে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে হামলার প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
এর আগে, রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় দুর্বৃত্তদের একটি দল তার গাড়ির পেছনে ধাওয়া করে। হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং হাসনাত আব্দুল্লাহ আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তা চেয়ে একাধিক পোস্ট দেন এনসিপির নেতারা। দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম এক পোস্টে লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।”
তবে হাসনাত আব্দুল্লাহ ঠিক কী উদ্দেশ্যে গাজীপুরে গিয়েছিলেন এবং হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এনসিপি নেতারা দ্রুত তদন্ত দাবি করেছেন।
একুশে সংবাদ/চ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :