আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তেজগাঁও কলেজ গভর্নিং বডি শিক্ষক প্রতিনিধি দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) অনুষ্ঠিত হয়েছে। সকলের মিলন মেলায় পরিণত হয়েছে পুরো কলেজ ক্যাম্পাস।
বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) রাজধানীর ফার্মগেট তেজগাঁও কলেজ অডিটরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুইটি প্যানেলে সাতটি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ১৬৫ জন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
এই নির্বাচনের প্রার্থীরা হলেন সম্পাদক পদপ্রার্থী সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রভাষক, প্রাণ রসায়ন বিভাগ মো. জহিরুল ইসলাম, সহসম্পাদক পদপ্রার্থী মো. আদনান নূর, সহসম্পাদক পদপ্রার্থী প্রভাষক, রসায়ন বিভাগ মোহাম্মদ আসাদুজ্জামান, সহসম্পাদক পদপ্রার্থী প্রভাষক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ মো. মোখলেসুর রহমান, সহসম্পাদক পদপ্রার্থী প্রভাষক, ইংরেজি বিভাগ শেখ কৃতী কিংকিণী ও কোষাধ্যক্ষ পদপ্রার্থী বাংলা বিভাগের প্রভাষক কামাল চৌধুরী।
গভর্নিং বডির সদস্য সহযোগী অধ্যাপক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ আবু জাফর মো. কামাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ নূর নবী আল মাহমুদ, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ মাহবুবা বেগম, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ মোহাম্মদ রফিকুল আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ মো. এরশাদুল ইসলাম, গভর্নিং বডির সদস্য সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ সিলভিয়া খায়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচন কমিশনার। এক সাথে সকলের সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে আরও বেশি শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করাই আমাদের লক্ষ্য।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারব না তবে যেই জয়ী হবেন তাদেরকে নিয়ে এই কলেজের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সকল ভোটারদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
প্রধান নির্বাচন কমিশনার ডক্টর আতিকুল ইসলাম বলেন, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আপনারা নিজেরাই দেখতে পারছেন কত সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
একুশে সংবাদ/রাফি/বাবু//এ.জে