AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২২ এএম, ২৩ মে, ২০২৫

দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ার এর প্রকাশিত সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

আইকিউএয়ারের তালিকায় ঢাকার পর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৫৩ স্কোর), তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে চিলির সান্তিয়াগো ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই (স্কোর ১৩৯)। পঞ্চম স্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির বায়ুর মান স্কোর ছিল ১৩৭।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। 

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার দূষণের জন্য দায়ী হচ্ছে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, শিল্পকারখানার বর্জ্য এবং অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা। বায়ুদূষণের কারণে শহরবাসীর স্বাস্থ্যঝুঁকি দিন দিন বেড়েই চলেছে—বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য।

পরিবেশবিদরা বলছেন, “শুধু এয়ার কোয়ালিটি সূচক প্রকাশ করলেই হবে না, সরকারকে বায়ুদূষণ রোধে বাস্তবসম্মত ও কড়াকড়ি ব্যবস্থা নিতে হবে। নয়তো ঢাকার বাসযোগ্যতা আরও ভয়াবহ পর্যায়ে চলে যাবে।”

উল্লেখ্য, ঢাকা বছরের অনেক সময়ই বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করে, বিশেষ করে শুষ্ক মৌসুমে বায়ুর মান আশঙ্কাজনক পর্যায়ে নেমে যায়।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!