বাগেরহাটের মোল্লাহাটে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা।
বুধবার (২৮ মে) সকাল ১০টায় মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক বিন্দু প্রসাদ বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মিয়া পারভেজ আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
রচনা প্রতিযোগিতায়
প্রথম স্থান অধিকার করেন সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সেঁজুতি শেখ।
দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন কচুরিয়া হাজি সাবের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ঝিলিক মণ্ডল ও মানিহা সুলতানা মিম।
বিতর্ক প্রতিযোগিতায়
চারটি বিদ্যালয়ের অংশগ্রহণে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় রানার-আপ হয়।
আয়োজকরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন আয়োজনের বিকল্প নেই। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ / বা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

