AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীর ১৯টি স্থানে বসছে কোরবানির পশুর হাট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩২ এএম, ১৫ মে, ২০২৫

রাজধানীর ১৯টি স্থানে বসছে কোরবানির পশুর হাট

আর কয়েক সপ্তাহ পরই মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদকে কেন্দ্র করে রাজধানীতে বসছে ১৯টি কোরবানির পশুর হাট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৯টি হাটের জন্য স্থান নির্ধারণ করে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

বাদ পড়েছে আফতাবনগর ও মেরাদিয়া

আদালতের নিষেধাজ্ঞার কারণে এবারের হাটের তালিকা থেকে বাদ পড়েছে পূর্বের আলোচিত আফতাবনগর ও মেরাদিয়া পশুর হাট। এর ফলে ওই এলাকায় স্থায়ী বা অস্থায়ী কোনো পশুর হাট বসবে না বলে নিশ্চিত করেছে সিটি করপোরেশন।

ঢাকা উত্তর সিটির হাটের তালিকা (১০টি):

  • গাবতলী স্থায়ী পশুর হাট

  • বসিলা

  • মিরপুর

  • খিলক্ষেত

  • বাড্ডা

  • খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্কুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা

  • উত্তর সিটির অন্তর্ভুক্ত অন্যান্য খালি জায়গা

  • মিরপুর কালশী বালুর মাঠ
    (বাকি স্থানগুলোর তালিকা চূড়ান্তভাবে নির্ধারিত হলে আপডেট করা হবে)

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, হাট ব্যবস্থাপনায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সজাগ থাকবে এবং ইজারা প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব থাকবে না।

ঢাকা দক্ষিণ সিটির হাটের তালিকা (৯টি):

  • উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা

  • সাদেক হোসেন খোকা মাঠ

  • পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড়ে খালি জায়গা

  • দনিয়া কলেজের পূর্ব পার্শ্ব

  • সনটেক মহিলা মাদরাসার পূর্ব ও পশ্চিম পাশের খালি জায়গা

  • শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড

  • ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পাশ
    (বাকি স্থানগুলো শিগগিরই চূড়ান্ত করা হবে)

ডিএসসিসি প্রশাসক ড. মো. জিল্লুর রহমান জানান, ৯টি হাটের জন্য প্রাথমিক পর্যায়ের দরপত্র ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা ২৭ মে পর্যন্ত। এরপর সর্বোচ্চ দরদাতাদের তালিকা চূড়ান্ত করা হবে।

হাট চলবে ঈদের আগে ৪ দিন ও ঈদের দিন

উভয় সিটি করপোরেশন জানায়, নির্ধারিত স্থানে হাটগুলো ঈদের আগের চার দিন ও ঈদের দিন পর্যন্ত চালু থাকবে। হাট পরিচালনায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মানা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/ চ.ট/এ.জে
 

Shwapno
Link copied!