রাজধানীর বনানীতে রেডিমিক্স কনক্রিট বহনকারী একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বনানীর একটি ব্যস্ত সড়কে দ্রুতগামী ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
ওসি রাসেল সরোয়ার আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।
একুশে সংবাদ/ই.ট/এ.জে