‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন ঘিরে রাজধানীর সচিবালয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যদের। একই সঙ্গে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে।
সকাল সাড়ে নয়টার দিকে দেখা যায়, সচিবালয়ে শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সাংবাদিক ও অন্যান্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিকদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে সাংবাদিক প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত হবে।
প্রসঙ্গত, চাকরি সংশোধনী অধ্যাদেশ বাতিলের দাবিতে গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনকারীরা আজও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, সচিবালয়ের বাইরে সারাদেশের সরকারি দপ্তরের কর্মচারীদের একযোগে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
এদিকে আন্দোলনকে সংগঠিত করতে সচিবালয়ে কর্মরত বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক রয়েছে প্রশাসন।
একুশে সংবাদ/ই.ফ/এ.জে