AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতা বুলবুলের শোডাউন


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:১৫ পিএম, ৮ নভেম্বর, ২০২৫

৩ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতা বুলবুলের শোডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রায় তিন হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়।

মোটরসাইকেল শোডাউনটি নিউমার্কেট, বিশ্বরোড, শান্তিমোড়সহ চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

শোডাউন শেষে জামায়াত নেতা বুলবুল বলেন, “আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জকে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। পাশাপাশি আগামী দিনে আপনাদের সকল ভালো কাজের সঙ্গে থাকব ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি লতিফুর রহমান, জেলা জামায়াতের আমির আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতাকর্মী।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!