ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে দেরির প্রতিবাদে এবার নিজেই রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তিনি লেখেন, “আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহাবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হবো ইনশাআল্লাহ।”
এর আগে দুপুরে আরেকটি ফেসবুক পোস্টে সমর্থকদের উদ্দেশে রাজপথ ছাড়তে না বলেও আহ্বান জানান ইশরাক। তিনি লেখেন, “নির্দেশ একটাই— যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে ওঠে আসা যাবে না।”
বিকেল সাড়ে ৪টায় আরেক পোস্টে ইশরাক নির্বাচন কমিশনের উদ্দেশে অভিযোগ করে বলেন, গেজেট প্রকাশের পর শপথ অনুষ্ঠান না করে তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের পক্ষে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে আপিলের চাপ দেওয়া হয়। তিনি লিখেন, “এটা দেখে আইনজীবী মহল হতবাক হয়েছে। নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তাদের ওপর এমন চাপ প্রয়োগ অনভিপ্রেত।”
তিনি আরও অভিযোগ করেন, “তাপসের পক্ষে কাজটি করাতে না পারায় এখন এক রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে। তাহলে কি বলা যাবে না—তারা তাপসের অর্থে চালিত হচ্ছে?”
এদিকে ডিএসসিসির মেয়র পদে শপথ গ্রহণ স্থগিতের দাবিতে করা রিটের শুনানি শেষে বৃহস্পতিবার (২২ মে) আদেশের দিন ধার্য করেছেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
রাজপথে ইশরাকের সমর্থকদের বিক্ষোভ বুধবার সপ্তম দিনে গড়িয়েছে। সকালে নগর ভবনের সামনে থেকে সরে গিয়ে মৎস্য ভবন মোড়, কাকরাইল, হাইকোর্ট গেটসহ আশপাশের এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা।
বিকেল পর্যন্ত রাজধানীর এইসব এলাকায় অবস্থান নিয়ে তারা একটানা স্লোগান দিয়ে যাচ্ছেন—
“ইশরাককে দায়িত্ব দাও, দফা এক দাবি এক”,
“শপথ নিয়ে টালবাহানা চলবে না”,
“আসিফের পদত্যাগ চাই”,
“ভেঙে দাও, গুঁড়িয়ে দাও আসিফ ভূঁইয়ার কালো হাত”।
প্রচণ্ড রোদ, গরম ও বিকেলের বৃষ্টি উপেক্ষা করেও তারা পিচঢালা রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে।
একুশে সংবাদ////র.ন