ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে শতাধিক দোকান ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চারটি স্থাপনা বুলডোজার দিয়ে সরাসরি ভেঙে ফেলা হয়। করপোরেশনের সম্পত্তি বিভাগ জানায়, উদ্যানের ভেতরে গড়ে ওঠা কয়েক শ অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “সোহরাওয়ার্দী উদ্যান একটি জাতীয় গুরুত্বপূর্ণ এলাকা। এখানে প্রতিদিন হাজারো মানুষ ঘুরতে আসে। তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”
এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে একই এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। এ ঘটনা ঘিরে উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই সরকার উদ্যানের নিরাপত্তা জোরদার ও দখলদারমুক্ত করার উদ্যোগ নেয়। উচ্ছেদ অভিযান সেই ধারাবাহিকতারই অংশ।
একুশে সংবাদ/জা.নি/এ.জে