রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের একটি স্বর্ণের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। তবে চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন যে, সীমান্ত স্কয়ার শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে শুক্রবার দুপুর ১টার পর চুরির ঘটনা ঘটে।
তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটেজে চুরির ঘটনা স্পষ্ট দেখা গেছে এবং এতে জড়িতদের শনাক্তের কাজ চলছে।
ওসি আরও বলেন, দোকানের মালিক, মার্কেট কর্তৃপক্ষ এবং সিকিউরিটি অফিসারদের সঙ্গে কথাবার্তা চলছে। তবে এখনো মামলা হয়নি, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

