কর্তৃপক্ষের আশ্বাসে রাজধানীর কারওয়ান বাজারের এফডিসি রেলক্রসিং থেকে অবরোধ প্রত্যাহার করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বকেয়া বেতনের দাবিতে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা। ফলে বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেন। সাংবাদিকদের তিনি বলেন, প্রক্রিয়াগত জটিলতার কারণে রেলওয়ের প্রকৌশলী বিভাগের অস্থায়ী নিয়োগপ্রাপ্ত ৪০৩ জন কর্মীদের বেতন আটকে ছিল। দুদিনের মধ্যে রেলওয়ে শ্রমিকরা তাদের বকেয়া বেতন পেয়ে যাবেন।
তিনি আরও বলেন, প্রক্রিয়াগত জটিলতা কেটে যাবে এবং বেতন বকেয়া থাকার ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে আমরা আশা করছি।
রেলওয়ে ব্যবস্থাপকের আশ্বাসে দুই দিনের জন্য অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন অস্থায়ী শ্রমিকরা। তবে বৃহস্পতিবারের (১৯ ডিসেম্বর) মধ্যে বেতন না পেলে রোববার (২২ ডিসেম্বর) থেকে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুরের দিকে অবরোধ প্রত্যাহার করার পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
একুশে সংবাদ/এনএস




একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

