রাজধানীতে বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে শহরের শাহ আলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনাস্থলে এখনও সিটিটিসির অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানাতে হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

